এটাই বাংলাদেশের একমাত্র ওয়েব সাইট দর্শন নিয়ে। এই সাইটে শুধু দর্শন নয় এর শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Wednesday, July 27, 2022
Sunday, February 13, 2022
“জ্ঞানই পুণ্য, পুণ্যই জ্ঞান”- উক্তিটির আলোকে সক্রেটিসের জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্ব আলোচনা কর। অথবা, 'Knowledge is virtue, virtueis knowledge'-উক্তিটি ব্যাখ্যা কর।
জ্ঞানই পুণ্য, পুণ্যই জ্ঞান
✓১. প্রকৃত জ্ঞান : সক্রেটিসের মতে, জ্ঞান দু'ধরনের হতে পারে। যথা: সার্বিক জ্ঞান ও যথার্থ জ্ঞান। তিনি বলেন, সার্বিক জ্ঞানই সর্বোৎকৃষ বা প্রকৃত জ্ঞান। তাঁর মতে, "Knowledge is the universal not of particular." সমস্ত সত্য জ্ঞান সার্বিক ধারণার মাধ্যমে অর্পণ করা যায়।
✓২. নৈতিক জ্ঞান : সক্রেটিসের মতে, মানুষের নৈতিক জ্ঞান হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। জ্যোতির্বিদ্যা এবং গণিতশাস্ত্রের জ্ঞানকে তিনি খুব বেশি মূল্যবান বলে মনে করেন না। জ্ঞান প্রজ্ঞার উপর নির্ভরশীল। প্রজ্ঞার মারফতই আমরা বস্তুগত সত্যতা নির্ধারণ করতে পারি।
✓৩, জ্ঞানের জন্য আত্মসমীক্ষা প্রয়োজন : সক্রেটিস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, নির্বিচার বিশ্বাস ও কুসংস্কারের হাত প্রাণী বা জাতির সকলের মধ্যে যে সাধারণ ও আবশ্যক জ্ঞান থাকে তাকে বলে সার্বিক জ্ঞান। সার্বিক জ্ঞানই বস্তুর যথার্থ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হলো জ্ঞান। জ্ঞানের অপূর্ণতা ও অকিঞ্চিৎকরতা সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমেই মানুষের পক্ষে জ্ঞানের নামে প্রচলিত যে কোনো অসার লৌকিক ধারণার প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব।
✓৪. প্রজ্ঞা সার্বিক ধারণার ধীশক্তি : সক্রেটিস বলেন যে, প্রজ্ঞা সার্বিক ধারণার ধীশক্তি (Faculty)। প্রজ্ঞা দু'ভাবে হতে পারে। প্রথমত আবরোহ এবং দ্বিতীয়ত আরোহ। বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে যে সাধারণ সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যকরণ বলে এবং সামান্যিকরন কেবলমাত্র আরোহ পদ্ধতি দ্বারা সম্ভব।
✓৫. জ্ঞানই সদৃদ্গুণ : সক্রেটিস জ্ঞান এবং সদ্গুণকে চিহ্নিত করতে গিয়ে বলেছেন যে, যাবতীয় অন্যায় ও খারাপ কাজ জ্ঞানের অনুপস্থিতিতে ঘটে থাকে। জ্ঞানের পরিবর্তে অজ্ঞতাই এখানে কাজ করে। জেনেশুনে কেউ অন্যায় করতে পরে না। তাঁর মতে, জ্ঞানের অভাব থেকেই যাবতীয় অনৈতিক আচরণের উদ্ভব ঘটে। সদগুণ এবং জ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত।
✓৬. স্বাধীন ও নিরপেক্ষ চিন্তার দ্বারা জ্ঞানার্জন : সক্রেটিসের মতে, যথার্থ শিক্ষাগ্রহণের জন্য মনকে সর্বপ্রকার কালিমা ও অপ্রামাণিক বিশ্বাস থেকে মুক্ত করা দরকার। আর এর জন্য পুনর্গঠন প্রক্রিয়া প্রয়োজন। তাই স্বাধীন ও নিরপেক্ষভাবে এর ভিত্তি ও যৌক্তিকতা পরীক্ষা করে দেখা প্রত্যেক মানুষেরই কর্তব্য। অর্থাৎ স্বাধীন ও নিরপেক্ষ চিন্তা সঠিক জ্ঞানের জন্য অপরিহার্য সত্য।
✓৭. প্রজ্ঞাই মানুষের ধর্ম : সক্রেটিস প্রজ্ঞা বা বোধিকে (Understanding) জ্ঞানের প্রধান উপায় বলেছেন। তাঁর জ্ঞান এবং প্রজ্ঞা অভিন্ন ও একা। প্রজ্ঞাই মানুষের ধর্ম, মনুষ্যত্বের বিশেষ লক্ষণ। প্রজ্ঞার কল্যাণেই মানুষ ইতর প্রাণীর চেয়ে স্বতন্ত্র ও উচ্চতর। তাই প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের প্রামাণ্য ও যথার্থতা যাচাই করতে হবে।
✓৮. জ্ঞান থেকেই পুণ্যের উৎপত্তি : সক্রেটিসের মতে, পুণ্যের উৎস হলো পাণ্ডিত্য বা জ্ঞান। আমরা সাধারণত মেজাজ, বিজ্ঞতা,পরিণামদর্শিতা, সদিচ্ছা, দয়া প্রভৃতি পুণ্যের কথা উল্লেখ করি। কিন্তু সক্রেটিস বলেন যে, এক জ্ঞান থেকেই এসব বিশেষ বিশেষ গুণোর উৎপত্তি। জ্ঞান বা পাণ্ডিত্যের ভিতরই অন্য সব পুণ্য লুকিয়ে আছে।
✓৯. আত্মজ্ঞান অর্জন : সক্রেটিসের বিখ্যাত উক্তি হচ্ছে "Know the self" বা নিজেকে জান। তাঁর মতে, মানুষের প্রথম ও প্রধান কর্তব্য হলো আত্মজ্ঞান অর্জন করা অর্থাৎ নিজেকে জানা। আত্মজ্ঞানের মহান ব্রত নিয়েই সক্রেটিস তার উৎসর্গ করেন।
✓১০. জ্ঞানই নৈতিকতার ভিত্তি : জ্ঞানতাত্ত্বিক সমস্যার ন্যায় নৈতিকতাতেই সক্রেটিসের ছিল সমধিক আগ্রহ। এরিস্টটল সুস্পষ্টভাবেই বলে গেছেন যে, সক্রেটিস নৈতিক বিষয়েই নিজেকে ব্যস্ত রাখতেন। তিনি নৈতিকতাকে বিচ্ছিন্নভাবে না দেখে জ্ঞানের সাথে একে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করেন।
{সমালোচনা : 'জ্ঞানই পুণ্য’ পুণ্যই জ্ঞান- এ উক্তির আলোকে সক্রেটিসের জ্ঞানতাত্ত্বিক মতবাদের গুরুত্ব থাকলেও সমালোচনার ঊর্ধ্বে নয়।
এর সমালোচনাসমূহ নিম্নরূপ :
প্রথমত, সক্রেটিসের মতে, সবকাজই প্রজ্ঞার দ্বারা পরিচালিত। এর সমালোচনায় এরিস্টটল বলেন যে, সক্রেটিস মানবাত্মার জবাবেগ, অনুভূতি এবং সংবেদন টাকে একেবারে অবহেলা করেছেন কিংবা আদৌ এ দিকটা আলোচনা করতে ভুলে যান।
দ্বিতীয়ত, প্রজ্ঞা যদি মানুষের পথপ্রদর্শক হয়ে থাকে, তাহলে ন্যায় ও শুভর ধারণা থাকা সত্ত্বেও মানুষ কি করে? এ ব্যাপারটি সক্রেটিস ব্যাখ্যা করে দেখাতে পারেন নি।}
দার্শনিক চিন্তার ক্ষেত্রে সক্রেটিস ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রজ্ঞার সন্ধানে নিয়োজিত এমন একজন আদর্শবাদী দার্শনিক, যার মতবাদ এবং আদর্শ পাশ্চাত্য সভ্যতাকে দুই হাজার বছর ধরে প্রভাবিত করেছে।
Wednesday, February 9, 2022
মনোবিজ্ঞান বলতে কী বুঝ? অথবা, মনোবিজ্ঞান কী? Monobiggan Bolte ki bujho ? What is psychology?
প্রামাণ্য সংজ্ঞা: মনোবিজ্ঞানিগণ বিভিন্নভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে মনোবিজ্ঞানের গ্রহণযোগ্য কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো।
মর্গান, কিং, ওয়াইজ এবং স্কোপলার (Cliford T. Morgan & Richard A. King, John R. Weise and John Schopler) এর মতে, “মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং এটি মানুষের সমস্যায় এ বিজ্ঞানের প্রয়োগকে অন্তর্ভুক্ত করে।" (Psychology is the science of human and animal behaviourit includes the application of this science to human problems.)
ক্রাইডার, গোথাল্স, কেভানহ ও সলোমন (A. B. Crider. G. R. Goethals, R. D. Kavanaugh and P. R. Solomon) এর মতে, "মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে ।" (Psychology can be defined as the scientific study of behaviour and mental processes.)উইলিয়াম বাসৃস্টি এবং ডেভিড ডব্লিউ আরনিং (William Burkist and David W. Gerbing) এর মতে,
Saturday, May 30, 2020
দর্শন সম্পর্কে দার্শনিকদের মতামত dorshon somporke darshonikder motamot
পীথাগোরাস বলেছেন -" দর্শনের অর্থ শুধু জ্ঞানের প্রতি আশক্তিই নয়, বরং জীবনের বিভিন্ন বিষয়ে মূল্য নিরূপণে সুনির্দষ্ট যুক্তি।"
এরিষ্টটল বলেন - "সত্তা স্বরূপতঃযা এবং এই স্বরূপের অঙ্গীভূত যেসব বৈইশিষ্ট্য তার অনুসন্ধান করে যে বিজ্ঞান তা-ই দর্শন ।"
ইমা্নুয়েল কান্ট বলেন- " দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা ।"
অগাস্টিন কোঁতে (Comte) বলেন- "দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান-ইহা সকল বিজ্ঞানের সিদ্ধান্তগুলো সমন্ময়ের প্রচেস্টা ।"
মারভিন বলেন -"দর্শন হল সত্যের প্রতি অনুরাগ, সরব -সত্য যার অন্তর্ভুক্ত এম্ন জ্ঞানের পূর্ণ ভান্ডার, যাতে সব সত্য এক মহান অখন্ডতার মধ্যে সুবিন্যস্ত ।"
ফ্রেডরিক এমিরেল বলেন -"দর্শনের অর্থ হল মনের সম্পূর্ণ মুক্তি এবং কাজেই সকল সামাজিক, রাজনৈতিক অথবা ধর্মিয় টান বা কুসংস্কার হতে মুক্তি... ইহা সমালোচনামূলক ও পক্ষপাত মুক্ত ।"
প্লেটো বলেন -"দর্শন নিজের এবং বস্তুর প্রয়োজনীয় প্রকৃতি সম্পর্কে জ্ঞান আহরণে নিবেদিত"
Friday, September 6, 2019
যুক্তিবিদ্যা কি ? যুক্তিবিদ্যা কাকে বলে ? juktibidda kake bole juktibidda ki
Tuesday, March 19, 2019
জালাল উদ্দিন রুমির উক্তি। ২য় অংশ ।। Jalal uddin rumir ukti/okti. ।। Jalal ad-din Rumi's words PART 2 ।।
Sunday, December 9, 2018
জালাল উদ্দিন রুমির উক্তি jalal uddin rumir ukti
- মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।
- তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!
- তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।
- আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।
- প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।
- যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।
- এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে।
- প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।
- বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।
- ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে?
- শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।
- গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।
- প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।
- শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।
- ১৫. তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।
- কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
- প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।
- অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও।
- সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।
- তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।
- স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।
- যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না।
- আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়।
- সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।
- শুধু তৃষ্ণার্ত পানি খুঁজে না, পানিও তৃষ্ণার্তকে খোঁজে।
- নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো। তাহলে পৃথিবীটাও হবে নতুন।
- যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনও করো না।
- সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।
- দুই ব্যক্তি কখনও সন্তুষ্ট নয়- বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায়।
- যদি তুমি চাঁদের প্রত্যাশা কর, তবে রাত থেকে লুকিয়োনা। যদি তুমি একটি গোলাপ আশা কর, তবে তার কাঁটা থেকে পালিয়োনা, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্তা থেকে হারিওনা।
Saturday, December 8, 2018
চীনা দার্শনিকগণ
জেরেমি বেন্থাম Jeremy Bentham biography
জেরেমি বেন্থাম (1748 - 1832) ছিলেন একজন ইংরেজ দার্শনিক, রাজনৈতিক মৌলবাদী এবং প্রাথমিক আধুনিক যুগের আইনী ও সামাজিক সংস্কারক।
তিনি সর্বাধিক ব্যবহারিকতাবাদের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত, যা তার অন্তর্নিহিত নৈতিক নীতি হিসাবে দেখেছিল যার উপর তাঁর আইনী ও সামাজিক সংস্কারগুলি ভিত্তিক হওয়া উচিত। যদিও তার জীবনের সময় তার প্রভাব সম্ভবত ছোট ছিল, তার প্রভাব পরবর্তী বছরগুলিতে আরও বেশি ছিল, কারণ তার ধারণাগুলি জন স্টুয়ার্ট মিল, রবার্ট ওওয়ে এবং জন অস্টিনের মত অনুসরণকারীদের দ্বারা পরিচালিত হয়েছিল।
জীবন
বেন্থামের জন্ম 15 ফেব্রুয়ারি 1748 সালে লন্ডনের স্পিটলফিল্ডস শহরে, যিনি ধনী টরি অ্যাটর্নির পুত্র ছিলেন। তিন বছর বয়সে লাতিনের গবেষণামূলক সূচনা করেছিলেন। তিনি ওয়েস্টমিনস্টার স্কুলে যান এবং 1760 সালে (1২ বছর বয়সে) তাঁর পিতা তাকে অক্সফোর্ডের কুইন্স কলেজে পাঠিয়েছিলেন, যেখানে তিনি 1763 সালে ব্যাচেলর ডিগ্রি এবং 1766 সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি লিঙ্কনস ইন-এ আইনজীবী হিসেবে প্রশিক্ষণ লাভ করেন। লন্ডন, এবং 1769 সালে বারে ডাকা হয় (যদিও তিনি আসলে অনুশীলন করেননি)।
তিনি শীঘ্রই আইনের সাথে নিরুৎসাহিত হন, তবে 18 তম শতাব্দীর ব্রিটিশ ধর্মতত্ত্ববিদ এবং 1776 সালের "সরকারের উপর একটি খণ্ড" তার প্রথম প্রধান কাজ যখন 18 শতকের ইংল্যান্ডের স্যার উইলিয়ম ব্ল্যাকস্টোন (1773 - 1780) -এর নেতৃস্থানীয় আইনী তত্ত্ববিদের সমালোচনা করেছিলেন, তখন তিনি অনেক মনোযোগ অর্জন করেন এবং এই প্রকাশনার পরে তিনি বন্ধু হয়ে ওঠে শক্তিশালী লর্ড শেলবার্নের সাথে (1737-1805), যা তাকে ভ্রমণ করতে এবং লিখতে সময় নিতে দেয়। তার প্রাথমিক অনুগামীদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো (1772-1823) এবং রবার্ট ওওয়ে (1771-1858), ওয়েলশ সামাজিক সংস্কারক এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ও সমবায় আন্দোলনের অন্যতম।
জেরেমি বেন্টহ্যাম 1823 সালের 6 জুন তাঁর নেটিভ লন্ডনে মারা যান এবং তাঁর ইচ্ছা অনুযায়ী অনুরোধ করেছিলেন, তার দেহকে wooden cabinet এ সংরক্ষণ করে । সেখানেই সংরক্ষণ করা হয়েছিল, যাকে তিনি তার "অটো-আইকন" বলেছিলেন এবং যা এখনও বিশ্ববিদ্যালয় কলেজে প্রদর্শিত হয়।
পশ্চিমা দর্শনশাস্ত্র pocchima dorshon Western Philosophy
পূর্ব ও প্রাচ্য দর্শনের বিরোধিতা করে (ভারতীয়, চীনা, ফার্সি, জাপানি এবং কোরিয়ান দর্শন)
সাধারণভাবে, এই ওয়েবসাইটটি পশ্চিমা দর্শনশাস্ত্রের আলোচনার জন্য সীমাবদ্ধ, যদিও ইস্টার্ন দর্শনশাস্ত্র এবং আফ্রিকান দর্শনশাস্ত্রের সংক্ষিপ্ত সংক্ষিপ্তসার প্রদান করা হয়েছে।
শতাব্দী ধরে, পশ্চিমা দর্শনশাস্ত্র জোরালোভাবে প্রভাবিত হয়েছে এবং পশ্চিমা ধর্ম, বিজ্ঞান, গণিত ও রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছে। প্রকৃতপক্ষে, প্রাচীনকালে, "দর্শনশাস্ত্র" শব্দটি সমস্ত বুদ্ধিজীবী প্রচেষ্টার অর্থ হিসাবে ব্যবহৃত হত এবং সতেরো শতকের শেষের দিকে প্রাকৃতিক বিজ্ঞান (পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান) এখনও "প্রাকৃতিক দর্শনের" শাখা হিসাবে পরিচিত ছিল।
এটি প্রভাবিত ধর্মগুলির শিক্ষা (ইহুদি দর্শন, খ্রিস্টান দর্শন, এবং ইসলামী দর্শনের) শিক্ষাকে প্রভাবিত করেছে এবং এর দ্বারা প্রভাবিত হয়েছে।
কিছু ভাষ্যকারের মতে, ব্যাপকভাবে বলতে গেলে, পশ্চিমা সমাজটি "সত্য" খুঁজে বের করতে এবং প্রমাণ করার চেষ্টা করে, পূর্ব সমাজ প্রদত্ত সত্য গ্রহণ করে এবং ভারসাম্য খুঁজে পেতে আগ্রহী হয়। পশ্চিমাদের পৃথক অধিকার আরো বৃদ্ধি করা; সামাজিক দায়িত্ব প্রতিষ্ঠা করা।
দার্শনিক উক্তি
"যে কেউ কথা বলতে পারে না, তার জন্যে একজনকে নীরব থাকতে হবে" - লুডভিগ উইটজেনস্টাইন
"মানুষের জীবন (প্রকৃতির অবস্থায়) একাকী, দরিদ্র, কদর্য, নির্বোধ, এবং সংক্ষিপ্ত" - থমাস হবস
"আমি মনে করি তাই আমি আছি" ("Cogito, ergo sum") - René Descartes
"একমাত্র সত্যই গুরুতর দার্শনিক সমস্যা, এবং এটি আত্মহত্যা" - অ্যালবার্ট ক্যামাস
"একই নদীতে দুবার পদব্রজে ভ্রমণ করতে পারে না" - হেরাক্লিটাস
"সর্বশ্রেষ্ঠ সংখ্যা সর্বশ্রেষ্ঠ সুখ নৈতিকতা এবং আইন প্রতিষ্ঠা" - জেরেমি বেন্টহ্যাম
"অনুভূত হতে হবে" ("Esse est percipi") - বিশপ জর্জ বার্কলে
"সুখ একটি আদর্শ কিন্তু কল্পনা নয়" - ইম্মানুয়েল কান্ট
"মানুষের জ্ঞান তার অভিজ্ঞতা অতিক্রম করতে পারেন" - জন লক
যে কেউ দার্শনিক হয়ে উঠতে চায় তাকে অবশ্যই অযৌক্তিকতার ভয়ে ভীত হতে হবে "- বারট্রান্ড রাসেল
"অবসর দর্শনের মা" - থমাস Hobbes
"দর্শনশাস্ত্র আমাদের বুদ্ধিমত্তার বিরুদ্ধে ভাষার মাধ্যমের বিরুদ্ধে লড়াই" - লুডভিগ উইটজেনস্টাইন
"দার্শনিককে কেবলমাত্র এক জিনিস করতেই নির্ভর করা যেতে পারে, এবং এটি অন্য দার্শনিকদের বিরোধিতা করা" - উইলিয়াম জেমস
Monday, April 30, 2018
বাঁচার জন্য মরো ||মরে বাঁচো||bachar jonno moro||more bacho||Die to live
বাঁচার জন্য মরো বা মোরে মরে বাঁচো" এ উক্তিটির ব্যাখ্যা প্রসঙ্গে তিনি মধ্য যুগীয় খৃষ্টান চিন্তাবিদদের কৃচ্ছতাবাদ এর কথা না বলে বরং একথা বলেন যে মানুষকে যদি মানুষের মতো বাঁচতে হয় তাহলে তাকে ইন্দ্রিয় প্রবৃত্তি মুলক জীবনের অবসানের মাধ্যমেই তা করতে হবে। মানুষের ইন্দ্রিয় প্রবৃত্তি মুলক জীবন নিম্নতর জীবন। মানুষের এই নিম্নতর জীবনে ক্ষুদ্রতা তুচ্ছতা ও স্বার্থপরতা জীবন মানুষের এই নিম্নতর জীবনী মানুষকে অপরাপর মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখে এবং তার মধ্যে একটা আত্মকেন্দ্রিকতার ভাব জাগিয়ে তোলে। এই নিম্নতর জীবনের অবসান ঘটাতে না পারলে মানুষ আত্ম বিস্তৃতি লাভ করতে পারেনা এবং ফলে সে বৃহত্তর জীবনের স্বাদ গ্রহণ করতে পারে না। ইন্দ্রিয় প্রবৃত্তিমূলক বা নিম্নতর জীবন মানুষের প্রকৃত জীবন নয়। মানুষের প্রকৃত জীবন হচ্ছে তার বুদ্ধিময় জীবন, যে জীবনে ক্ষুদ্রতা তুচ্ছতা ও স্বার্থপরতার স্থান নেই। এই প্রকৃত জীবনই মানুষের অপরাপর মানুষের সঙ্গে একাত্ম বোধ এর কথা বলে। আত্মকেন্দ্রিক জীবনকে পরিহার করার মধ্য দিয়েই মানুষ মহৎ জীবন যাপন করতে পারে। "বাঁচার জন্য মরো" উক্তিটি ব্যাখ্যায় হেগেল আরও বলেন যে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর জীবনকে পরিহার করে মহৎ জীবনের অধিকারী হওয়া যায় । অর্থাৎ বিচারবুদ্ধির দ্বারা কামনা-বাসনা জাতীয় ইন্দ্র প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সধন করার মধ্য দিয়েই মানুষ তার আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতাকে পরিহার করতে পারে এবং ফলে সে মহৎ জীবন যাপন করতে পারে।
Sunday, February 4, 2018
দর্শন কাকে বলে? dorshon kake bole? what is philosophy?
Sunday, January 28, 2018
জালাল উদ্দিন রুমির বানী। Jalal uddin rumir bani. Jalal ad-din Rumi's words
Wednesday, January 24, 2018
অ্যারিস্টট্ল এর মতে দর্শন। Aristotler mote dorshon. Aristotle's theory of philosophy.
Thursday, June 22, 2017
ষ্টীভ জবসের বাণী। stev jobser bani. stev jobs word.
Thursday, June 1, 2017
সুলতান সুলেমানের বানী। Sultan suleimaner bani. sultan suleiman's word.
Wednesday, May 3, 2017
দর্শনের (দর্শন) শাব্দিক অর্থ | Dorshoner shabdik ortho ki? what is philosophy meaning?
দর্শন ও ফিজিক্স | dorshon o physics| Philosophy and Physics
জালাল উদ্দিন রুমির বানী। Jalal uddin rumir bani. Jalal ad-din Rumi's words
তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার ...
-
যুক্তিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ Logic এসেছে গ্রীক শব্দ “Logos” থেকে । যার অর্থ চিন্তা বা শব্দ।সুতরাং বুৎপত্তিগতভাবে যুজতিবিদ্যা হলো চিন্তার...
-
বাঁচার জন্য মরো বা মোরে মরে বাঁচো" এ উক্তিটির ব্যাখ্যা প্রসঙ্গে তিনি মধ্য যুগীয় খৃষ্টান চিন্তাবিদদের কৃচ্ছতাবাদ এর কথা না বলে বরং একথা...
-
জীবন ও জগত সম্পর্কিত মৌলিক সমস্যাবলির যৌক্তিক অনুসন্ধান করাই হচ্ছে দর্শন | গ্রিক দার্শনিক সক্রেটিস ইনি বলেছিলেন : “The unexamined ...
