Wednesday, May 3, 2017

দর্শনের (দর্শন) শাব্দিক অর্থ | Dorshoner shabdik ortho ki? what is philosophy meaning?

দর্শন সংস্কৃত শব্দ । দৃশ +অনট = দর্শন । দৃশ ধাতু ও অনট প্রত্যয় যোগে দর্শনের উৎপত্তি । দর্শন  অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষন ।তবে সাধারণ দেখা নয়, নিরপেক্ষভাবে দেখা। সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা তত্ত সাক্ষাৎকারই দর্শন ।দর্শন শব্দটির ইংরেজী প্রতিশব্দ Philosophy যা গ্রীক শব্দ Philos ও Sophia শব্দের একযোগে উদ্ভূত।Philos+Sophia= Philosophy।Philos অর্থ loving অর্থাৎ অনুরাগ বা প্রেম বা প্রীতি।  আর sophia শব্দের অর্থ knowledge বা love of wisdom অর্থাৎ জ্ঞান বা প্রজ্ঞা।বুৎপ্ততিগত অর্থে Philosophy অর্থ Love of Knowledge বা love of wisdom.  অর্থাৎ জ্ঞান প্রীতি বা প্রজ্ঞানুরাগ।

No comments:

Post a Comment

জালাল উদ্দিন রুমির বানী। Jalal uddin rumir bani. Jalal ad-din Rumi's words

তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার ...