Thursday, June 1, 2017

সুলতান সুলেমানের বানী। Sultan suleimaner bani. sultan suleiman's word.

ঐশ্বর্যের চেয়ে দামী সম্পদ বুদ্ধিমত্তা। অার সব চেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা।নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। অার সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হ্রদয়বান হওয়া। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না। সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি।কৃপনের সাথেও কখনও বন্ধুত্ব করবে না। কারন সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে। সাবধান কোন পরনিন্দা কারিকেও নিজের বন্ধুত্ব বানিও না।কারন তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। অার সেই সাথে মিথ্যাবাদির সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না। কারন সে মরিচিকার মতন দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিষগুলোকে দূরে সরিয়ে নিবে।

No comments:

Post a Comment

জালাল উদ্দিন রুমির বানী। Jalal uddin rumir bani. Jalal ad-din Rumi's words

তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার ...