ফিলোসফির দিক থেকে মনোবিজ্ঞান
View from philosophy
মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Psychology। আর এ শব্দটির উল্লেখ পাওয়া যায় খ্রিস্টিয় দশম শতাব্দীর সাহিত্য ও দর্শনশাস্ত্রে।Psychology দুটি গ্রিক শব্দ 'Psyche' এবং 'Logos থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে আত্মা বা মন এবং বিজ্ঞান। সুতরাং শাব্দিক অর্থে মনোবিজ্ঞান হলো আত্মা বা মন সম্পর্কীয় বিজ্ঞান। প্লেটো, এরিস্টটল প্রমুখ দার্শনিকদের মতে, আত্মার অনুশীলনকারী বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। পৃথিবীর ইতিহাসে সর্ব প্রথম গ্রিক দার্শনিকরা মনোবিজ্ঞানকে আত্মসম্বন্ধীয় বিজ্ঞানরূপে বর্ণনা করেছেন।প্রামাণ্য সংজ্ঞা: মনোবিজ্ঞানিগণ বিভিন্নভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে মনোবিজ্ঞানের গ্রহণযোগ্য কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো।
মর্গান, কিং, ওয়াইজ এবং স্কোপলার (Cliford T. Morgan & Richard A. King, John R. Weise and John Schopler) এর মতে, “মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং এটি মানুষের সমস্যায় এ বিজ্ঞানের প্রয়োগকে অন্তর্ভুক্ত করে।" (Psychology is the science of human and animal behaviourit includes the application of this science to human problems.)
ক্রাইডার, গোথাল্স, কেভানহ ও সলোমন (A. B. Crider. G. R. Goethals, R. D. Kavanaugh and P. R. Solomon) এর মতে, "মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে ।" (Psychology can be defined as the scientific study of behaviour and mental processes.)রডিঞ্জার, রাস্টন, কেপালডি এবং প্যারিস (H. I. Roedig J. P. Rushton. E. D. Capaldi and S. G.Paris) "মনোবিজ্ঞানকে আচরণ এবং মানস জীবনের সুব্যবস্থিত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে।" (Psychology may be defined as the systematic study of behaviour and mental life) -জন. এল. ভোগেল (John L. Vogel) আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (APA. ১৯৭৯, পৃষ্ঠা-) সংজ্ঞা বিশ্লেষণ করে বলেছেন, “মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সে জ্ঞানের প্রয়োগ।" (Psychology is the scientific study of behaviour and experience and the application of that knowledge to human problems.)ওয়াইনী ওয়াইটেন (Wayne Weiten) মতে, “মনোবিজ্ঞান হলো সে বিজ্ঞান যা আচরণ এবং অন্তরালে নিহিত শারীরবৃত্তীয় ও জ্ঞানগত প্রক্রিয়াসমূহ অনুধ্যান করে এবং এটি হলো পেশা বা বাস্তব সমস্যায় ও বিজ্ঞানের সজ্জিত জ্ঞানকে প্রয়োগ করে।" (Psychology is the science that studies behaviour and the physiological and cognitive processes that underline it and the profession that applies the accumulated knowledge of this science to practical problems.)
উইলিয়াম বাসৃস্টি এবং ডেভিড ডব্লিউ আরনিং (William Burkist and David W. Gerbing) এর মতে,
উইলিয়াম বাসৃস্টি এবং ডেভিড ডব্লিউ আরনিং (William Burkist and David W. Gerbing) এর মতে,
“মনোবিজ্ঞান হলো জীবের আচরণ এবং স্থানীয় প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান)" (Psychology is the acientific study of the behaviour and cognitive processes of individual organisms.)
রেক্স নাইট ও মার্গারেট নাইট তাঁদের 'Modem Introduction to Psychology' গ্রন্থে মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটি নিয়েছেন সেটি আধুনিক মনোবিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে- “মনোবিজ্ঞান হলো অনুভব ও আচরণের সুসংবদ্ধ আলোচনা।"